Popular Topics

স্যার, আমার বিষয় গুলি একটু ভাল করে লক্ষ্য করুন। ১) প্রায় ৩-৪ বছর আগ হতে আমার মাঝে মাঝে ঘনঘন প্রাস্রাব হত ও প্রস্রাবে জালা পোড়া হত।। এই রকম ৪-৫ দিন থাকতো। অতিরিক্ত পানি পান করলে এমনি এমনি ভাল হয়ে যেত। ২) গ্রিষ্মকালের আগে আগে আমার অন্ডকোষ এ চুর চুড়ি হত। গরম পানি দিয়ে ধুয়ে নিলে বা এমনিতেই ৭-১০ দিন সেই গুলি ভাল হয়ে যেত। ৩) আমি গত মে মাস এর ২৯ তারিখ কন্ডম ছাড়া এক ফ্রেন্ড এর সাথে সেক্স করি।(এটাই জীবনের ১ম ছিল) তারপর এই মাসের ৯ তারিখ আরেক ফ্রেন্ড এর সাথে সেক্স করি। এখন প্রশ্ন হল, এই মাসের ১১ তারিখ হতে আবার ঘনঘন প্রস্রাব শুরু হয়েছে ও পেনিসের উপর এর অংশের নিচের রগে ব্যাথা করতেছে। আগে এই রকম বেশি ব্যাথা হত না।এই বারের ব্যাথা টি বেশি। সাথে সেই আগের মত অন্ডকোষ এ চুড় চুড়ি। একই সাথে পুরাতন দুই সমস্যা দেখা দিয়েছে। অরক্ষিত যৌন মিলনের ফলে আবার কোন রোগ হয়েছে কি না সেটা ও ভয় পাচ্ছি। এখন আমার কি করনীয়?. কাইন্ডলী প্রশ্ন টি ভাল করে পড়ে উত্তর দিলে চির কৃতজ্ঞ থাকিব।

Answered By : Dr C Kar

  1 year ago

প্রশ্ন করুন আপনিও