Popular Topics

আমি বর্তমানে একটি বেসরকারি মেডিকেলে ১ম বর্ষে অধ্যয়নরত আছি এবং আমি একজন সেকেন্ড টাইমার।সরকারি মেডিকেলে না পড়তে পারাটা আমাকে অনেক হতাশাগ্রস্ত করে। আমার এইচএসসি রেজাল্ট মোটামুটি ছিল জিপিএ ৫ ছিল না। সেকেন্ড টাইম যখন করেছি কাউকে পাশে পাইনি এমনকি আমার পরিবারের কেউ - মা,বাবা কখোনোই আমাকে কোনো মেন্টালি সাপোর্ট দেয় নি, উল্টো সবসময়ই ডিমোটিভেট করেছে। এমনও হয়েছে আমাকে একবেলা ভাত খাওয়ার জন্যও গাদা গাদা কথা শুনতে হয়েছে, টাকার খোটা শুনেছি আবার এটাও বলেছে তুমি তো মেডিকেলে চান্স পাবাই না। এজন্য আমি সবসময়ই খুব ডিপ্রেসড থাকতাম। সেই ডিপ্রেশনটা এখনো আমি কাটিয়ে উঠতে পারছি না।যার ফলে দেখা গেছে আমি অল্পতেই রেগে যাই,আমার বাবা-মার সাথে খারাপ ব্যবহার করি। মানে আমি জাস্ট আর নিতে পারতেসি না। আর কারো সাথে শেয়ারও করতে পারতেসি না। আমি সত্যিই অনেক বেশি ডিপ্রেসড। নিজেকে অনেক বেশি ইউজলেস মনে হয় সবসময়। আমার আসলে কি করা উচিত এগুলো কাটিয়ে উঠার জন্য?

Answered By : KB

  2 weeks ago

প্রশ্ন করুন আপনিও