Popular Topics

I hate my parents. I hate myself.. আমার নাটক,সিনেমা কিচ্ছু ভালো লাগেনা,আমার আব্বা আম্মা আমার লাইফটা শেষ করে দিয়েছে বিয়েটা দিয়ে,আমি কেন যে আমার হাজব্যান্ড কে বিয়ের আগে শুধু বলেছিলাম,আমজ রাজিনা,তিনবছর সে জানতো আমি রাজি হচ্ছিনা,কিন্তু অন্য কাউকে যে ভালোবাসতাম এইটা যে কেনো বলিনি,আমার নিজের উপর বিরক্তি দিন দিন বেড়েই যাচ্ছে, আমার কারো সাথে কথা বলতে ভালো লাগেনা,আমি আমার বাবাকে সহ্য করতেই পারিনা। আমার মাকে যতটুকু পারি বাবাকে সহ্য হয়না,আমার মনে তাদের জন্য একটু ও ভালোবাসা নেই।কারো জন্যই নেই।কেউ মরে গেলে ও চোখে পানি আসেনা। I love my husband.. but not too much..sometimes i feel for him.sometimes he is disturbing to me.. অনেক সময় আমি সুইসাইড করতে চেয়েছি,পারিনি।বিয়ের চার বছর চল্লেও সংসার এ এক সাথে ছিলাম মোটামুটি এক বছর, ওর যেখানে পোস্টিং ও সেখানে,আমি বাড়িতে। আমাকে নিয়ে যেতে চায়,কিন্তু আমি গেলে আমার আরো মাথা খারাপ হয়ে যাবে। i hate everyone.. আমার বাবা আমাকে ছোট থেকে অশালীন গালাগালি করতো,বিয়েতে রাজি না হওয়ায় আরো বেড়ে যায়,বিয়ের পর i felt i love my husband, but যখন আমার লেখা পড়াকে গুরুত্ব কম দিতে লাগলো,এইস এস সি পরীক্ষার মধ্যে আমাকে বাড়িতে আটকে রেখে কাজ করালো,কোচিং এ যেতে দিলোনা,তখন থেকে ওই feeling ta চলে যেতে লাগলো। সে যথেষ্ট সুন্দর, কিন্তু ভিডিও চ্যাট এ ও তাকে আমার দেখতে ইচ্ছা হয়না,আমার কল আসলে বিরক্ত লাগে। i hate himm.I don't love my husband,even i don't love my classmate whom i loved once,i hate everyone..i hate everyone.. কারো কোনো কথাই সহ্য হয়না আমার,আমাকে সাইকিয়াট্রিস্ট mirapro,আরো অনেক মেডিসিন দিয়েছিলো,দুই মাস মেডিসিন নেওয়ার পরে আমাকে আর কেউ খেতে দেয়নি। আমি মরে যাচ্ছি,আমি আমার শাশুড়ীর সাথে থাকি,আমাদের চার রুমের একতলা বাড়িতে,আমরা দুজন মানুষ, পরিবেশ সুন্দর হলেও আমার শাশুড়ী অত্যন্ত বেশি জালায়,আর আমার নামে মিথ্যা বদনাম করে,সব কাজে ভুল ধরে,ইদানীং আমি যা করি,কিচ্ছক্ষণ পরে আমার মনে হয় আমি ভুল করেছি।আমি ভাইরাসের জন্য ডাক্তারের কাছে যেতে ও ভয় পাচ্ছি।আমার রুম থেকে বের হতে ভালো লাগেনা। আমি মরে যেতে পারলে ভালো লাগতো, যদি আখিরাত না থাকতো আমি মরে যেতাম।আমাকে বাঁচান🙏

Answered By : Supporter

  4 months ago

প্রশ্ন করুন আপনিও