Popular Topics

হ্যালো। সালাম নিবেন। আমি মানসিক রোগ সম্পর্কে পরামর্শ নিতে চাই। আমার বড় বোন মানসিকভাবে কিছুটা অসুস্থ। আমরা ভেবেছিলাম বিয়ে দিলে হয়তো তার অসুস্থতা কিছুটা কম হবে। কিন্তু সেটা হয়নি। সে অল্পতেই না ভেবেই না বুঝেই রেগে যায়। সে ভেতর থেকে অনেক ভালো মানুষ। কিন্তু সে অল্পতেই আমার দুলা ভাইকে সন্দেহ করে। এবং শশুর বাড়ির মানুষ জনের সাথে রাগারাগির মত করে। তার বিয়ে হওয়া চার মাস হয়েছে। এরই মধ্যে। অনেকবার রাগারাগি করে সে বাসায় চলে এসছে। যেটা আমাদের পরিবারের জন্য নিন্দনীয়। সে দশটা স্বাভাবিক মেয়ের মতো নয়। যে অল্পতেই। রেগে যায়। প্রচুর দুশ্চিন্তা সে করে। । বিয়ের আগে ও এমন তা করতো। এখন তো আমাদের মান সম্মান যায় যায় অবস্থা। আমাদের পূর্বেই ধারণা ছিল যে তার কোনো মানসিক অসুস্থতা হয়তো আছে। দয়া করে এ বিষয়ে যদি আমাদেরকে হেল্প করেন। কারণ সেনিজের অসুস্থতা নিয়ে। কারো সামনে প্রকাশ করাটা অপমান মনে করে। উল্লেখ্য, বিয়েটা তার সম্মতিতেই হয়েছে। সে শিক্ষিতা। আগ্রিম ধন্যবাদ।

Answered By : NS

  2 years ago

প্রশ্ন করুন আপনিও