Popular Topics

আমার বয়স এখন ২২ বছর।আমি একজন ছাত্র। আমি ২০১৬ তে রিলেশন করে একজনের সাথে বিয়ে হয়ছে। সে আমাদের বাসায় ৩-৪ মাস থাকার পর সে চুরি করে বাবার বাড়ী চলে যায়।আমি অনেক বার বলার পরও চলে আসেনি। আমাকে উলটো শরিয়ত বাইরে গালাগাল দিত। ওর দীর্ঘ সময় অনুপস্থিতিতে আমার আরেক জনের সাথে রিলেশন হয়ে যায়। সে আমার সাথে সতিনের ঘর করার জন্য রাজি ছিল।তারপর আমি ওকে দশ লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করেছি। বিয়ের পর ও আমাকে বলে, একটা মানুষের দুইটা বউ থাকতে পারেনা। এখন দুজনেই আমার জন্য থানায় অভিযোগ করছে। আমি এখন নিঃস্ব। কাউকে টাকা দেওয়ার মত টাকা আমার নেই।কেননা পরে যেটা বিয়ে করছি সেটা বলে কি হয় আমাকে না হয় ওকে ডিভোর্স দাও। এখন অামি যে কাউকে ডিভোর্স দিতে গেলে আমার তো মোহরনার টাকা দিতে হবে।আমার পক্ষে এতটাকা দেওয়া সম্ভব না। এখন আমার চারপাশ অন্ধকার। আমি জানিনা কি করব।মন চাই শুধু আত্মহত্যা করতে। বিষাদে ভরে গেছে আমার জীবন।

Answered By : NS

  1 year ago

প্রশ্ন করুন আপনিও