Popular Topics

১ মাস হলো বিয়ে করেছি পারিবারিক ভাবে। যার সাথে বিয়ে হয়েছে তার সাথে ৬ বছরের রিলেশন। তার ডাক নাম মুন। আমি মুনকে পছন্দ করেছি তার আচার-আচরন আর পরদানশীন দেখে। সে আগে খুব ই নম্র ভদ্র আচরন করতো। কিন্তু বিগত ২.৫/৩ বছর ধরে তার সাথে আমার সম্পর্ক টা তিক্ত হয়ে আছে। প্রচুর ঝগড়া আর কথা কাটাকাটি হচ্ছে, সে খুব বাজে বিহেভ করে। আমার পারসোনাল বলতে কিছু নাই, সব ই তার জানা। বিয়ে করতে গিয়ে আমার অনেক টাকা লোন হয়ে গেছে। তাই সে এখন অজুহাত দেখাচ্ছে, সে ধারের ঘর করবেনা। কি অবাক বেপার! প্রতিটা জিনিসেই সে নতুন নতুন ইসু দাড় করায়। আর সে জা বলে, বা করে সেগুলা তার কাছে খুব ই সাধারন লাগে বাট আমার অনেক কস্ট লাগে। আমি তো আর গায়ে হাত তুলিনা বা একবার চিল্লাফাল্লা করলে নিজের কাছেই গিলটি ফিল হয়। তাই একা একা থাকি আর কাদি। আমি চাই সে আবার আগের মত মিল মিশ করে থাকুক, সংসারী হোক।

Answered By : KB

  1 week ago

প্রশ্ন করুন আপনিও