Popular Topics

আসসালামু আলাইকুম আমি ফিমেল।  আমার বয়স ২৪ আমার বিয়ে হইচে ১ মাস, আমার খাবারের পর  খুব অস্তির লাগে, চলতে ফিরতে খুব কষ্ট হচ্ছে, আমার নিস্যাস নিতে একটু কষ্ট হচ্ছে। আমার জখন সকালে খালি পেট থাকে তখন সমস্যা হয় না খাবারের পরেই অস্তির বা অসস্তি লাগে। আর একটু মোটাও হয়ে যাচ্ছি। বিয়ের পর মেয়েরা কেন মোটা হয়ে জায়? আমি চাচ্চি সময় মত খাবার খেতে আর খারাপ জেন না লাগে এটার কি কোনো সমাধান আচে কি, আমার আগে এমনটা হতো না,। জেনো মোটা না হই তার জন্যকি খাবারটা অনিওম করলে সময় মত না খেলে পরেকি আমার সমস্যা হবে কি বা আমিকি মোটা হওয়া থেকে ছার পাবো প্লিজ ফোট বোন হিসাবে একটু সব কথার উত্তর দিলে ক্রিতগ্য থাকব।

Answered By : Maya Apa

  4 days ago

প্রশ্ন করুন আপনিও