Popular Topics

আমার একবার পরীক্ষা  গ্যাপ হয়ে গেছিল।আমি ভাল ছাত্রি ছিলাম,তাই খুব কসটো পাইছিলাম।আমার অনেক পড়ে exam দিসি।তখন খুব টেনশনে ছিলাম।অনেক কসটের পড় exam দিসি।তখন থেকেই খালি মনে হতো পেট টা খালি হলেই আমি মারা যাব, প্রেশার লো হয়ে যাইত।কিন্তু  এখন আমার প্রোবলেম হল...আমার দিনের বেলা ও একা থাকতে ভয় পাই,আর একটু বুকে ব্যথা হলেই মনে হয় আমি মারা যাব।আমার শাশুরি মারা গেছে ৮ মাস হইছে, এর জন্য ও ভয় পাই।আর অনেক হইচই আর মানুষ দেখলে খুব নার্ভাস লাগে।মনে হয় হার্ট বিট বাইরা যায়,আর মাথা ঘুরায়।ইচছা করলে মা-বাবা ভাই বোনের সাথে থাকতে পাড়ছি না,কারন জামাইর রান্না বান্না করার কেউ নাই,দেখার মত কেউ নাই।আমি জব করতে চাই,কিন্ত সারাক্ষন  এত ভয় ভয় লাগে বাইরে একা যাওয়ার সাহস পাই না।কিন্ত আমি অনেক চাই এই কসটো থাইকা বের হতে।আমি কোন উপায় পাচ্ছি না।কেউ বললেও বুঝে না

Answered By : KB

  1 day ago

প্রশ্ন করুন আপনিও