এসটিআই এসটিডিএস জেনিটাল ওয়ার্টস

যৌনাঙ্গের আঁচিল বা গোটা (Genital Warts)

Written by Maya Expert Team

প্রাথমিক ধারনা

যৌনাঙ্গের আঁচিল হচ্ছে একধরনের ছোট ছোট মাংসল গোটা/ফোলা বা ত্বকের পরিবর্তন যা যৌনাঙ্গ এবং পায়ু বা তার আশেপাশে দেখা যায়।

যৌনাঙ্গের আঁচিল অনেকেরই হয়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (human papilloma virus) বা HPV- নামক একধরনের ভাইরাসের সংক্রমণের কারনে এই আঁচিলগুলো হয়। এগুলো সাধারণত ব্যাথা করে না বা স্বাস্থ্যের জন্য কোন মারাত্মক হুমকির কারন হয় না তবে এগুলো দেখতে বাজে লাগতে পারে এবং মানসিক অশান্তির কারণ হতে পারে। যৌনাঙ্গের আঁচিলের কারনে প্রজনন ক্ষমতা ব্যাহত হওয়ার কোন প্রমান পাওয়া যায় নি।

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (human papilloma virus) বা HPV কোন একটি নির্দিষ্ট ভাইরাস নয়, বরং ভাইরাসটির ১০০-র বেশি ধরনের প্রজাতি নিয়ে একটি পরিবার রয়েছে। এর বিভিন্নগুলোর কারনে হাত-পা সহ শরীরের বিভিন্ন জায়গায় সংক্রমণ হয়। ৩০ টিরও বেশি ধরনের HPV যৌনাঙ্গের ত্বককে আক্রমণ করতে পারে, তবে এগুলোর বেশিরভাগেরই কোন উপসর্গ দৃশ্যমান হয় না। যৌনাঙ্গের আঁচিলের ৯০% শতাংশ হয় টাইপ ৬ এবং ১১ এ দুটির কারনে। HPV-র যেসব টাইপের কারনে দৃশ্যমান আঁচিল তৈরি হয় সেগুলোর কারনে ক্যানসার হয় না। অন্যান্য টাইপের HPV-র কারনে সারভাইক্যাল ক্যানসার হতে পারে।

এটি কীভাবে ছড়ায়?

যোনি বা পায়ুপথে সঙ্গমের সময় বা সেক্স টয় শেয়ার করার কারনে যৌনাঙ্গের আঁচিল একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়াতে পারে। তবে HPV যেহেতু ত্বকের সঙ্গে ত্বকের স্পর্শের মাধ্যমে ছড়ায়, তাই পুরুষাঙ্গ যোনি বা পায়ুপথে প্রবেশ না করালেও এটিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

HPV ইনফেকশন হওয়ার পরে আঁচিল উঠতে কয়েক মাস বা কয়েক বছরও লাগতে পারে। তাই আপনার যৌনাঙ্গে আঁচিল দেখা দিলেই ধরে নেবেন না যে আপনার যৌন সঙ্গী অন্য কারো সাথে শারীরিকভাবে মিলিত হচ্ছে।

সাধারণত যখন আঁচিল চোখে দেখা যায় তখনই HPV একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়, আঁচিল উঠার আগে বা মিলিয়ে যাওয়ার অনেক পরেও এটি ছড়াতে পারে।

কনডম ব্যবহার করলে এ থেকে সম্পূর্ণ সুরক্ষা পাওয়া যায় না কারন এতে যৌনাঙ্গের চারপাশের যে জায়গাটুকু ঢাকা পড়েনা, সেখানে সংক্রমণ হতে পারে।

যৌনাঙ্গের আঁচিলের চিকিৎসা

আপনার যদি মনে হয় আপনার যৌনাঙ্গের আঁচিল বা জেনিটাল ওয়ার্ট হয়েছে তাহলে ডাক্তার দেখান। একসঙ্গে একাধিক যৌনবাহিত রোগের সংক্রমণ ঘটা সম্ভব, তাই আঁচিল হয়েছে মনে করলে চেক-আপ করানোটা ভাল।

এর চিকিৎসা নির্ভর করে আঁচিলগুলো কোথায় হয়েছে এবং কতগুলো হয়েছে তার উপরে। কয়েক ধরনের চিকিৎসা প্রচলিত রয়েছে, যার মধ্যে রয়েছে লিকুইড ও ক্রিম ব্যবহার করে চিকিৎসা এবং আঁচিলগুলো ঠাণ্ডায় পুড়িয়ে ফেলা যা ক্রায়োথেরাপি (cryotherapy) নামে পরিচিত।

বিনা প্রেসক্রিপশনে ডিসপেনসারি থেকে আচিলের ক্রিম কিনে এনে ব্যবহার করা ঠিক নয়, কারন এগুলো কেবল হাতের আঁচিল বা ভে্রুকাস (verrucas)-এর চিকিৎসার জন্য তৈরি।

আপনার যৌনাঙ্গে আঁচিল ধরা পড়লে, পুরোপুরি ভাল না হওয়া পর্যন্ত কোন রকমের সঙ্গমে (এমনকি পায়ুপথে বা মুখ দিয়েও) লিপ্ত না হওয়ার পরামর্শ দেয়া হয়। এতে আপনার কাছ থেকে অসুখটি আর কারো দেহে ছড়িয়ে পড়বে না এবং আপনারও সুস্থ হয়ে উঠতে কম সময় লাগবে।

এই আঁচিল কী ফিরে আসার সম্ভাবনা রয়েছে?

কারো কারো জীবনে কেবল একবার যৌনাঙ্গের আঁচিলের সমস্যাটি হয়। অনেকের ক্ষেত্রে একবার ভাল হওয়ার কয়েক সপ্তাহ, মাস বা বছর পরেও এটি আবার দেখা দিতে পারে। নতুন করে এই আঁচিল দেখা দিলে সেটি নতুন সংক্রমণের কারনে হয়েছে নাকি আগের সংক্রমণটি থেকেই হয়েছে তা বলা সম্ভব নয়।

কারা এতে আক্রান্ত হয়?

পুরুষ ও মহিলা উভয়ই যৌনাঙ্গের আঁচিলে আক্রান্ত হতে পারেন। এটি সবচেয়ে বেশি দেখা যায় টিনেজার ও প্রাপ্ত বয়স্ক তরুণদের মধ্যে। ২০ থেকে ২৪ বছর বয়সী পুরুষ ও ১৬ থেকে ১৯ বছর বয়সী নারীদের মধ্যে এটি সবচেয়ে বেশি দেখা যায়।

HPV-র টিকা

কিছুদিন আগ পর্যন্তও প্রধানত সাররভিক্স (Cervarix) নামক একটি ভ্যাক্সিন বা টিকা HPV ১৬ এবং ১৮ থেকে সুরক্ষার জন্য ব্যবহার করা হত। বাংলাদেশে এই টিকাটি পাওয়া যায়। আপনার দরকার পড়তে পারে মনে করলে ডাক্তার আপনাকে এটি প্রেসক্রিপশনে লিখে দিতে পারেন। সম্প্রতি গার্ডাসিল (Gardasil) নামক একটি টিকার প্রয়োগ শুরু হয়েছে যা HPV টাইপ ৬ ও ১১ থেকে সুরক্ষা দিতে পারে। এটি টাইপ ১৬ এবং ১৮ থেকেও সুরক্ষা দেয়; এই দুই টাইপের HPV-র কারনে নারীদের সারভাইকাল (যোনি ও জরায়ুর সংযোগস্থল) ক্যানসার হয় বলে জানা গেছে।

HPV-এর টিকা আপনাকে সবধরনের HPV থেকে সুরক্ষা দিবে না। আপনি যদি নারী হন এবং HPV-এর টিকা নিয়ে থাকেন, তাহলেও আপনার সারভিকাল স্ক্রিনিং বা স্মেয়ার টেস্ট (cervical screening (smear tests)) করানো উচিত, কারন এ টিকা ভবিষ্যতে আপনার সারভাইকাল ক্যান্সার হবেনা এমন নিশ্চয়তা দেয় না।

About the author

Maya Expert Team